বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পবিপ্রবির ভিসি ও রেজিস্ট্রার ১৫ ঘণ্টা অবরুদ্ধ

চাকরি স্থায়ীকরণের আন্দোলন

পটুয়াখালী প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের আন্দোলনে কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো. শামসুদ্দিন, রেজিস্ট্রার জেহাদ পারভেজসহ কয়েকজন শিক্ষক। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে ১৫ ঘণ্টা পর ওই দিন দিবাগত রাত ১টার দিকে অবরুদ্ধদের উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পবিপ্রবির মাস্টাররোলের শতাধিক কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচির শুরু করে। একপর্যায় প্রশাসনিক ভবনের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে ভিসি, রেজিস্ট্রারসহ ওই ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। পেছনের গেট থেকে কিছু কর্মকর্তা বের হয়ে গেলেও অবরুদ্ধ থাকেন ভিসি, রেজিস্ট্রারসহ কয়েক শিক্ষক। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিকদার, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভিসির সঙ্গে বৈঠক করেন। পরে আন্দোলনকারী কর্মচারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। মাস্টাররোল শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি রিপন শীল ও সম্পাদক জনি মুন্সী জানান, তারা চাকরি স্থায়ীকরণের বিষয়ে বার বার দাবি জানালেও কর্তৃপক্ষ এ যাবত কার্যকর কোনো উদ্যোগ নেননি। তাই কর্মচারীরা ফুঁসে উঠেছেন।

রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ বলেন, মাস্টাররোল হিসেবে কাজ করার শুরুতে চাকরি স্থায়ীকরণের কোনো শর্ত ছিল না। পবিপ্রবি আইন অনুযায়ী তাদের স্থায়ী করা যাবে না। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে স্থায়ীকরণ করা হবে। ভিসি ড. শামসুদ্দিন বলেন, ‘আন্দোলনকারীদের দাবি পূরণ করার লক্ষ্যে আমি নিয়োগ বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলবো। সবকিছু আমার হাতে নয়।’

সর্বশেষ খবর