বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বান্দরবানে ‘রাজপুণ্যাহ’ উৎসব শুরু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায় উৎসব ‘রাজপুণ্যাহ’। এ দিন বেলা সাড়ে ১২টায় রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে তরবারি হাতে বাদ্যের তালে তালে উজির, নাজির ও সৈন্য সামন্ত নিয়ে রাজার মাঠে নির্মিত সিংহাসনে আরোহণ করেন। রাজা সিংহখচিত সিংহাসনে বসে ১০৯টি মৌজার হেডম্যান, কারবারিসহ প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেন খাজনা (কর) আদায় কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া চট্টগ্রামের জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার, ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার জোবায়ের ছালেহীন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শে হ্লা, বান্দবানের ডিসি দিলীপ কুমার বণিক, এসপি সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর