শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অচলাবস্থার মধ্যে শীতকালীন ছুটি, ঝুলে গেল ভর্তিপরীক্ষা

হাবিপ্রবি

দিনাজপুর প্রতিনিধি

ভিসি না থাকায় অচলাবস্থার মধ্যেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গতকাল থেকে শুরু হয়েছে শীতকালীন ছুটি। ফলে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনুষ্ঠিত হয়নি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কবে নাগাদ এ পরীক্ষা হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ভর্তিচ্ছুরা। এ পরীক্ষা ১৮ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এদিকে বেতন বন্ধ থাকায় দুশ্চিন্তায় মাস্টার রোলের প্রায় ২০০ কর্মচারী। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানও বন্ধ রয়েছে। হাবিপ্রবির ভিসির পদটি গত ২৭ সেপ্টেম্বর থেকে শূন্য থাকায় স্থবির হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে। ২২ থেকে ৩১ ডিসেম্বর ক্লাস এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর অফিস ছুটি থাকবে। ১ জানুয়ারি থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। ফিশারিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মাইনুদ্দিন আহমেদ জানান, ‘যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হোক। রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এ বিষয়ে ভালভাবে জানেন। আশা করছি তারা দ্রুত সমাধান দেবেন।’ উল্লেখ্য, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে আটটি অনুষদে এক হাজার ৯৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৬ হাজার ৪১ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

সর্বশেষ খবর