শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

খামারিদের ১১৫ হাঁস ইউএনওর পেটে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারের জবই বিলের পানিতে হাঁস নামার অভিযোগে তিন খামারির ১১৫টি হাঁস ধরে এনে জবাই করে খেয়ে ফেলেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফাহাদ পারভেজ বসুনিয়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে। জানা গেছে, বিলের পানিতে হাঁস চরে বেড়ানোর সময় মৎস্য চাষ প্রকল্পের লোকজন এলাকায় মাইকিং করে বিলে হাঁস চরানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর খামারিরা তাদের হাঁসগুলো বিলের পানি থেকে কয়েকশ গজ দূরে রেখে লালনপালন করতে থাকেন। হঠাৎ করে বৃহস্পতিবার বিকালে অসাবধানতাবশত কিছু হাঁস বিলে নামলে বিলের কয়েকজন পাহারাদারসহ কতিপয় লোক পাহাড়ি পুকুর গ্রামের খামারি আবদুল গফুরের ৩৩টি, মুংরইল গ্রামের কাওসার আলীর ৩২টি ও গৌরীপুর গ্রামের নাদের আলীর ৫০টি ডিমপাড়া হাঁসসহ মোট ১১৫টি ধরে এনে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কাছে বেঁধে রাখে। সন্ধ্যায় দরিদ্র হাঁস খামারি আবদুল গফুর তার হাঁসগুলো ছাড়াতে গেলে নির্বাহী অফিসার তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

সর্বশেষ খবর