রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনপির জেলা সম্মেলন ঘিরে উত্তেজনা

এক পক্ষের ঝাড়ু মিছিল

শেরপুর প্রতিনিধি

বিএনপির জেলা সম্মেলন  ঘিরে উত্তেজনা

বিএনপির কেন্দ্রীয় কমিটি আগামী ২৬ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলন ঘোষণা করেছে। সদর উপজেলাসহ আরও ২/১টি উপজেলায় ইউনিয়ন, ওয়ার্ড, শহর ও থানা কমিটি না করে তাড়াহুড়ো করে সম্মেলনের তারিখ ঘোষণা করার প্রতিবাদে শনিবার বিকালে জেলা শহরে ঝাড়ু মিছিল বের  করা হয়। মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষুব্ধ নেতারা জানিয়েছেন, রুবেল কেন্দ্রকে ভুল বুঝিয়ে হঠাৎ জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। তাদের অভিযোগ, সম্মেলনে যাতে রুবেলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তার ব্যবস্থা চূড়ান্ত করে চুপিসারে সম্মেলনের নামে প্রহসন করতে চাচ্ছে। শেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ফজলুর রহমান তারা জানিয়েছেন, এত বড় একটি দলের সম্মেলনের চূড়ান্ত তারিখের মাত্র ২ দিন আগে নেতা-কর্মীরা জানবে— এটা মেনে নেওয়া যায় না। রুবেল দলে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই হঠাৎ সম্মেলনের নামে নিজেকে জেলা বিএনপির সভাপতি ঘোষণা করাতে চাইছে। দলটি রুবেল এমপির একার দল নয়— এ দলে আমাদেরও অধিকার আছে। বিক্ষুব্ধরা অবিলম্বে এই সম্মেলনের তারিখ বাতিল করে সবার মতামত নিয়ে সব স্তরের পূর্ণাঙ্গ কমিটি করে নিয়মতান্ত্রিকভাবে জমজমাট জেলা বিএনপির সম্মেলন করার আহ্বান জানান। মিছিল শেষে সন্ধ্যার আগে শহরের খড়মপুর এলাকায় সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, মামুনুর রশিদ পলাশ, সাবেক শহর বিএনপির সভাপতি ফজলুর রহমান তারা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবদল আহ্বায়ক মাসুদ, শ্রমিক দলের আহ্বায়ক শওকত হোসেন প্রমুখ। অন্যদিকে গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত  জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের বাসায় ২৬ তারিখের সম্মেলন সফল করার জন্য  দীর্ঘ বৈঠক হয়।

সর্বশেষ খবর