রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সখীপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

টাঙ্গাইলের সখীপুরে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে ৩৫টি ঘোড়া এতে অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার।

ইছাদিঘী গ্রামবাসীর উদ্যোগে তরুণ নাট্যসংঘের সহযোগিতায় এক যুগ ধরে সখীপুরের পাথারিয়া বাইদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার যুগপূর্তি উৎসব পালন করে তারা। ফলে আয়োজন ছিল একটু বেশি জাঁকজমকপূর্ণ। প্রতিযোগিতা উপভোগ করতে টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ২০ হাজার লোকের সমাগম ঘটে। দুটি দলে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— ‘দাপট’ ও ‘কদম’ নামে। ‘দাপট’ ১ নম্বর দলে প্রথম শেরপুরের ইলিয়াছ ও দ্বিতীয় হন টাঙ্গাইলের রচি মিয়া। দ্বিতীয় দলে প্রথম হন গাজীপুরের শ্রীপুরের আজাহার আলী আর দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের মোশারফ হোসেন। প্রথম বিজয়ীকে ২১ ইঞ্চি, দ্বিতীয় বিজয়ীকে ১৪ ইঞ্চি টেলিভিশন ও তৃতীয় স্থান অধিকারীকে একটি করে মোবাইল সেট দেওয়া হয়।

সর্বশেষ খবর