শিরোনাম
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা গতকাল পৌর সভা ও খাগড়াছড়ি রিজিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করেন। প্রথমেই পৌরসভার উদ্যোগে উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ি ছড়া সংস্কারের ১৯ কোটি টাকা ব্যয়ের ফলক ও পৌর মিউনিসিপ্যাল স্কুল ভবনের ফলক উন্মোচন করেন। এ সময় উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণকান্তি ঘোষ, পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সম্পাদক জাহেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুইমিং পুল, রিজিয়নের ভিতরের একটি সড়ক এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আইসিটি ল্যাব। এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম মাহবুব-উল-আলম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মনিরুজ্জামান খান, সদর জোনের জোন কমান্ডার ব্রিগেডের জিটুআইসহ অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নববিক্রম কিশোর ত্রিপুরা পার্বত্যসচিব খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনের সুধী সমাবেশে যোগ দেন।

সর্বশেষ খবর