রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
জেলা পরিষদ নির্বাচন

জমজমাট প্রচারণা নিরাপত্তা দাবি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মেঘনায় সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মহিলা প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে। পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ছেয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান। সদস্য পদে মেঘনায় তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের মনোনীত মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রতন শিকদার, আওয়ামী লীগ নেতা মো. শিশির হোসেন, আওয়ামী লীগ নেতা আলমগীর রহমান। রতন শিকদার কেন্দ্রে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  র্যাব, বিজিবির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়ন দাবি করেন। ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ মাস্টার বলেন, একটি চক্র চেয়ারম্যান-মেম্বারদের হুমকি দিয়েছে— তারা যেন একজন চিহ্নিত প্রার্থীকে ওপেন টেবিলে সবার সামনে সিল মারে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে উপজেলার আশপাশে গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলাবাহিনী থাকলে কোনো বহিরাগত সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল নিতে পারবে না। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমি গতকাল বলেন, আমাকে ছাড়াও আরও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব বিজিবি কেন্দ্রের আশপাশে মোতায়েন থাকবে। এদিকে এরই মধ্যে মেঘনার বিভিন্ন স্থানে অপরিচিত লোকদের আনাগোনা দেখা যাচ্ছে বলে জানান একাধিক ভোটার।

সর্বশেষ খবর