সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনি

অভিযুক্ত কাউন্সিলরকে নির্দোষ দাবি পরিবারের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম শামীমের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে করা মামলা ষড়যন্ত্রমূলক দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী। জেলা শহরের হারুয়ায় শামীমের বাসভবনে ওয়ার্ডবাসী ও পরিবারবর্গের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গতকাল এ দাবি জানানো হয়। এ সময় অবিলম্বে কাউন্সিলরের মুক্তি দাবি করেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন শামীমের স্ত্রী তাহমিনা বেগম হ্যাপী। লিখিত বক্তব্যে বলা হয়, মামলার বাদীর সঙ্গে ঘটা একটি অপ্রীতিকর বিষয়কে ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্রকারীরা তিনবারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর শামীমকে শারীরিকভাবে নাজেহাল করে পুলিশে সোপর্দ করে। তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করে শামীমের নিঃশর্ত মুক্তি চান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেল ছিনতাই চেষ্টার অভিযোগে কাউন্সিলর শামীমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

সর্বশেষ খবর