সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বড়দিন উদযাপনে নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ছিল গতকাল (২৫ ডিসেম্বর)। এই দিনে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : নগরীর সদর রোডের ক্যাথিড্রাল চার্চে সকালে শুরু হয় প্রার্থনা। প্রার্থনার ফাঁকে ফাঁকে চলে ধর্মীয় সংগীত। এ সময় খ্রিস্ট ভক্তরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। ক্যাথিড্রাল চার্চ ছাড়াও নগরীর ব্যাপ্টিস্ট মিশন, অক্সফোর্ড মিশন, রূপাতলী, বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে চার্চে, গৌরনদীর ক্যাথলিক মিশন ও আগৈলঝাড়ার খ্রিস্টান অধ্যুষিত যোবারপাড়, সুবিকারপাড়, ধানডোবা, পয়সারহাটে বড়দিনের উৎসবের আয়োজন করা হয়। রাজশাহী : নগরীর বাগানপাড়া ক্যাথিড্রাল চার্চে সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন বিপুল সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়া সিটি চার্চেও আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় প্রার্থনা অনুষ্ঠানে। রাঙামাটি : জেলা শহরের তবলছড়ি বন্ধু যিশু টিলা গির্জায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া নানিয়ারচর উপজেলার বেতছড়ি চাকমা খ্রিস্টানপাড়া ও পুরানপাড়া গির্জায় বড়দিন উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় নানা উৎসবের আয়োজন করা হয়। অন্যদিকে, কাপ্তাই ও বিলাইছড়ির গির্জাগুলোতে চলছে উৎসবের আমেজ। করা হয়েছে আলোকসজ্জা। বসতবাড়ির আঙ্গিনায়ও দেখা গেছে নানা কারুকাজ। নেত্রকোনা : দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় ক্যাথলিক গির্জা রানীখং মিশনে দেখা গেছে উৎসবের আমেজ। সব ধর্মের নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল মিশন চত্বর। এখানে প্রার্থনার মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এছাড়া উপজেলার বিজয়পুর, ফারাংপাড়া, লক্ষ্মীপুর বারোমারিসহ অর্ধশত গির্জায় এ উৎসব পালিত হয়েছে। দিনাজপুর : শহরের কসবা বিশপ হাউজ প্রাঙ্গণে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্যাথিটাল গির্জায় শনিবার রাতে প্রার্থনা আর বড়দিনের কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি শহরের সুইহারীস্থ নভারা মিশন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া দিনাজপুরের বিভিন্ন গির্জায় উদযাপিত হয়েছে বড়দিনের উৎসব। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিটি গির্জা। গাজীপুর : খ্রিস্টান পল্লী নাগরীর সেন্ট নিকুলাস গির্জায় আয়োজন করা হয় বৃহৎ প্রার্থনার। সকালে ঘণ্টা ধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্যদিয়ে উৎসব শুরু হয়। এ সময় বর্ণিল সুরের মূর্চ্ছনায় যিশু স্মরণে পরিবেশন করা হয় প্রার্থনা সংগীত। বিপুলসংখ্যক যীশুভক্ত নারী-পুরুষ ও শিশু প্রার্থনায় অংশ নেয়। পটুয়াখালী : সদর উপজেলার মাটিভাঙায় খ্রিস্টান পল্লীর শিশু-কিশোর, নারী-পুরুষ গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে নানা খাবার এবং বিকালে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া কলাপাড়া উপজেলার সদরপুর গ্রামের ফেলোশিফ চার্চ সাজানো হয় বর্ণিল সাজে। গতকাল সকাল থেকে এখানে বিশেষ প্রার্থনা, উপহার প্রদান, কেক কাটা, ধর্মীয় সংগীত ও যীশুখ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

রাজবাড়ী : জেলার ব্যাপ্টিস্ট চার্চে উপাসনা, প্রার্থনা, বিশেষ ভোজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর