মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

লক্ষ্মীপুর ছাত্রলীগে অছাত্র শিবির ও ছাত্রদল কর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সম্মেলনের প্রায় দুই বছর পর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অছাত্র, বিবাহিত, ছাত্রদল ও শিবির কর্মীরা স্থান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীর মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। এতে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন তারা। ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ নভেম্বর লক্ষ্মীপুর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ১১ জানুয়ারি সভাপতি পদে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এবং রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। গত ২৫ ডিসেম্বর ওই পাঁচ সদস্যকে রেখেই ১৬৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নতুন কমিটিতে স্থান পাওয়া ৬৫ ছাত্রলীগ নেতার কেউ বিবাহিত, কেউ অছাত্র আবার কেউ ছাত্রদল ও শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরমধ্যে বর্তমান পৌর ছাত্রদলের সহসাহিত্য সম্পাদক রেজাউল করিম রিয়ান এখন জেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেবাব নেওয়াজ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক, সাবেক শিবির কর্মী কামরুন নবী চৌধুরী জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া ছাত্রলীগ সদস্য শরীফুন্নবী চৌধুরী রাসেল ও আরিফুর রহমান পেশাজীবী এবং বিবাহিত, শাহাদাত হোসেন রায়হান অছাত্র, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর বিবাহিত। এভাবে বিভিন্ন পদে থাকা ৬৫ জনের বিরুদ্ধে কেন্দ ীয় ছাত্রলীগ দপ্তরে লিখিত অভিযোগ করেছেন লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন আলম। লক্ষ্মীপুর ছাত্রলীগের সাবেক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রলীগের কমিটি হবে ১২১ সদস্য বিশিষ্ট। কিন্তু লক্ষ্মীপুরে কমিটি গঠন করা হয়েছে ১৬৬ সদস্যের, যা গঠনতন্ত্রের পরিপন্থী।’ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘দলের জন্য নিবেদিত এমন ছাত্রই নেতৃত্বে আসা উচিত। কেন্দ  হয়ত বা ছাত্র-অছাত্রের সমন্বয়ে কমিটি দিয়েছেন এ জন্য যে, সব ছাত্র নেতৃত্বে এলে সংগঠন চালাতে গিয়ে পড়ালেখায় বিঘ্ন ঘটতে পারে। এখন বাধ্য হয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে হবে।’ জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, বিরোধিতার জন্যই বিরোধিতা, সমালোচকরা সমালোচনা করবেই। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বঙ্গবন্ধুর আদর্শের এই সংগঠন লক্ষ্মীপুরে আরো অনেক শক্তিশালী হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর