মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুনামগঞ্জে সংঘর্ষ গুলি, আহত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে গ্রামের নুর মিয়া ও আব্দুল জলিলের পক্ষের মধ্যে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নূর মিয়া ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়েছে পাল্টাপাল্টি মামলা। এমন একটি মামলায় দীর্ঘদিন হাজতে ছিলেন জনৈক ফখর উদ্দিন। কয়েকদিন আগে ফখর উদ্দিন জামিনে বের হয়ে আসার পর দুই পক্ষের মধ্যে আবারো বাকবিতণ্ডা হয়। এর জেরে গতকাল সকালে আব্দুল জলিল ও ফখর উদ্দিনের নেতৃত্বে নূর মিয়ার বসতবাড়িতে হামলা করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ছাড়া আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুলিবিদ্ধ ও গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্ির্ত করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয়ভাবে। দোলারবাজার উনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে ১০-১২ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তিনি। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, পালপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর