শিরোনাম
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাবান্ধা বন্দর অচল করার হুমকি ছাত্রলীগের

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাবান্ধা স্থলবন্দরে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার আরিফ হোসেন লিপ্টন। এর প্রতিবাদে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিক্ষোভ ও ইএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। তেঁতুলিয়া চৌরাস্তায় গতকাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব আক্তার মিঞা। অংশ নেন কয়েকশ নেতা-কর্মী। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হলে বাংলাবান্ধা বন্দর অচল করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতারা। জানা যায়, বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং ব্যাপক আলোচনা সমালোচনার পর বাংলাবান্ধা বন্দরে বাংলাবান্ধা ইউপির নামে প্রত্যেক পরিবহন থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে একই চাঁদা তোলা হচ্ছে ভারতের ফুলবাড়ি বন্দরে। নেতারা জানান, শিলিগুড়ির নর্থবেঙ্গল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েসন এবং বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান পণ্যবাহী প্রত্যেক ট্রাক থেকে ২০০ টাকা করে চাঁদা তুলছেন। এরমধ্যে ১০০ বাংলাবান্ধা ইউপির নামে চেয়ারম্যন নিজে এবং ১০০ টাকা নর্থবেঙ্গল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েসন ভাগাভাগি করে নিচ্ছেন। ফলে ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানিযোগ্য পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি খন্দকার আরিফ হোসেন  একজন সিএন্ডএফ এজেন্ট এবং আমদানীকারক হিসেবে এই চাঁদাবাজির প্রতিবাদ করায় গত শনিবার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হলে বাংলাবান্ধা বন্দর অচল করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতারা। বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বিষয়টি অস্বীকার করে বলেন— এ ধরনের চাঁদাবাজী বাংলাবান্ধা স্থলবন্দরে হয়না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর