শিরোনাম
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা

সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে খুন হয় স্কুলছাত্র ইশতিয়াক আহমেদ তন্ময়। হত্যায় জড়িত দুজনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন— মেহেদী হাসান সাগর ও রুহান ইসলাম রিয়াদ। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে এসপি জানান, সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে সাগরই ছুরিকাঘাত করে তন্ময়কে। পরে অভিযান চালিয়ে সাগর ও রিয়াদকে রবিবার দিবাগত রাতে উপজেলার হালুয়াঘাট থেকে গ্রেফতার করা হয়। সাগর এ বছর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। রিয়াদ এই স্কুলের নবম শ্রেণির ছাত্র।  নুরুল ইসলাম আরও জানান, মাস খানেক আগে তন্ময়ের সঙ্গে শিমুল ও আলামিনের ঝগড়া হয়। এর জেরে ঘটনার দিন দুুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় নতুন বাজার এলাকায় তন্ময়কে একা পেয়ে সাগর ছুরিকাঘাত করে। এ সময় সাগরের সহযোগী রুহান ইসলাম রিয়াদ, ফারাবী, শিমুল, আলামিন, আদনান, বাইচ মানিক ওরফে শুভ উপস্থিত ছিল। এ ঘটনায় রবিবার তন্ময়ের বাবা কোতোয়ালি মডেল থানায় আটজনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর