মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নকল ওষুধ কারখানা মালিকের কারাদণ্ড

১৫ লাখ টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় নকল ওষুধ তৈরি করার দায়ে মেসার্স কম্বাইন ট্রেড নামে একটি অবৈধ ওষুধ কারখানার মালিককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এই অভিযানের সময় অবৈধ ওই কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করেন র্যাব-৮ সদস্যরা। দণ্ডিত কারখানা মালিক মো. আ. ছাত্তার হাওলাদার ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামপট্টি এলাকার দোয়ারিকা ব্রিজের পূর্ব পাশে মেসার্স কম্বাইন ট্রেড নামে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক আ. ছত্তার হাওলাদারকে। পরে আটক ছত্তারকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়ের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক লাইসেন্সবিহীনভাবে নকল ওষুধ তৈরি ও বিক্রির দায়ে কারখানা মালিক আ. ছাত্তার হাওলাদারকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর