মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য প্রস্তুত হোন’

শেরপুর প্রতিনিধি

’৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র, সমঅধিকার, ভোটাধিকারের জন্য। আজ দেশে কিছুই নেই। আগামী দিন খালেদা জিয়ার মাধ্যমে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হতে বললেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে দুপুরে দীর্ঘ ১১ বছর পর শেরপুরে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুদু এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এতে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম। জেলা বিএনপি নেতা আবদুর রেজ্জাক আশীষ, সাইফুল ইসলাম স্বপন, মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, শহর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান। সম্মেলনে জেলার ৯টি ইউনিটের ৪৫ জন ভোটার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দিলেও ভোটের ফলাফল প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন ভোটের ফলাফল বেগম খালেদা জিয়া প্রকাশ করবেন।

সর্বশেষ খবর