মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শীত নিবারণের আগুনে পুড়ে দুজনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

ঘনকুয়াশা আর শীতে কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট। সারাদিনে মিলছে না সূর্যের দেখা। বেড়ে চলছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। শীতবস্ত্রের অভাবে অনেকে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন। শীত নিবারণের জন্য খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে পুড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন— চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া গ্রামের তরণী কান্ত (৬৩) ও মোগলহাটার জারী ধরলা গ্রামের অমিতন বেওয়া (৬৭)।

এর মধ্যে রবিবার রাতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তরণী। আর অমিতন বেওয়ার শরীরে আগুন লাগে গত শনিবার। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও চলবলার চেয়ারম্যান মিজানুর রহমান দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তীব্র শীতে ঘর থেকে বের হতে পারছে না ছিন্নমূল মানুষ। দিনেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চরম সংকটে পড়েছে খেটে খাওয়া মানুষ। বেড়েছে শীতজনিত রোগ। সদর হাসপাতালের ডাক্তার হাফিজুর রহমান জানান, কয়েকদিনে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।

সর্বশেষ খবর