মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে : মেয়র কিরণ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেছেন, নগরীর প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা। আর এ ব্যাপারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আধুনিক মানের ডাম্পিং নির্মাণ করা হয়েছে। নগরীর ময়লা আবর্জনা ডাম্পিং পয়েন্ট-এ রাখা হবে।

গতকাল দুপুরে টঙ্গীর বড় দেওড়া সিং বাড়ি মোড় এলাকায় আরসিসি রাস্তার উদ্ধোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে টঙ্গী জোনের সভাপতি কাউন্সিলর হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাড. আজমত উল্লা খান, কাউন্সিলর আব্দুল আলীম, আতাউর রহমান, আবুল হোসেন, সোলেমান হায়দার, ছাএলীগ নেতা  অ্যাড. আজিম হায়দার ও কানন মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর