মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন কলেজে এইচএসসি ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে ভালুম আতাউর রহমান খান কলেজে দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছে। জানা গেছে, এ বছর এইচএসসি ফরম পূরণে সরকার নির্ধারিত করেন বিজ্ঞান ২০৯০, মানবিক ১৭৯০ ও ব্যবসায়ী শিক্ষা ১৭৯০ টাকা। কিন্তু ভালুম আতাউর রহমান খান কলেজেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছেন ৩ থেকে ৬ হাজার টাকা। এতে ক্ষুব্ধ হয়ে পড়ছে শিক্ষার্থীসহ অভিভাবকরা। নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক জানান, অধ্যক্ষ স্যার এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার করে টাকা জরিমানা আদায় করেছে। যা সরকারি নিয়মবহির্ভূত। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুদ্দিন জানান, বকেয়া বেতন কোচিং ফিসহ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৩ থেকে ৫ হাজার ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সরকার ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনো শিক্ষক অতিরিক্ত টাকা আদায় করলে সেই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  নেওয়া হবে।

সর্বশেষ খবর