মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুলিশ হেফাজতে মৃত কৃষকের বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় পুলিশের হাতে আটকের পর মারা যাওয়া বৃদ্ধ কৃষক কাশেম খলিফার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার রাতে বটতৈল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এহসানুল করিম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে কাশেম খলিফার স্বজনরা ‘নির্যাতন করে হত্যার’ অভিযোগে পুলিশ ও প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। খবর বিডিনিউজ

রবিবার বিকালে কুষ্টিয়া মডেল থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাদ্রাসাপাড়ার বাড়ি থেকে কাশেম খলিফাকে (৬৭) আটক করে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি মারা যান।

ময়না তদন্ত শেষে সোমবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বাদ আসর কবুরহাট গোরস্থানে কাশেম খলিফার লাশ দাফন করা হয়। কাশেম খলিফার ছেলে জামিরুল বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে আমার বাবাকে হত্যা করেছে। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে আমরা আদালতে যাব।

সর্বশেষ খবর