বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রীপুরে ১ জানুয়ারি শিশুদের মানবপ্রাচীর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শিশুর নিরাপত্তা অধিকার এবং শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঘণ্টাব্যাপী মানব প্রাচীরের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ১ জানুয়ারি শিশু শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে গতকাল দুপুরে এক মতবিনিময় সভার আয়োজন করেন। ওই সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল এ ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল,          সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম রুহুল আমিন, শ্রীপুর উপজেলা শিশু বিয়ে বন্ধের নেত্রী বাংলার মালালা সাহিদা আক্তার স্বর্ণা প্রমুখ।

সর্বশেষ খবর