বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাঁদপুরে ভর্তি পরীক্ষায় অনিয়ম, ফল বাতিল চান অভিভাবকরা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। তারা ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে গতকাল জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। গত ২৩ ডিসেম্বর বিদ্যালয়ের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের তালিকায় ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে রোল নম্বর ১ থেকে ১৫৮ পর্যন্ত ৬০ জনকে উত্তীর্ণ দেখায়। বাকি রোল ১৫৯ থেকে ৩৮৯ পর্যন্ত কারো নাম তালিকায় নেই। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা জানান, ভর্তিপরীক্ষা সঙ্গে শিক্ষকদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। জেলা প্রশাসক আব্দুস সবুর জানান, অভিযোগের বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হাই ছুটি থেকে ফেরার পর খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর