বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাঁদার টাকা না পেয়ে ডিস লাইনের তার কর্তন

তিনজনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডিস ও ইন্টারনেট লাইনের তার কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তিন ডিস কর্মচারীকে কুপিয়ে জখম করে। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী মকবুল হোসেন জানান, তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার আতলাশপুরে দীর্ঘদিন ডিস ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করছেন। কাঞ্চন এলাকার সানাউল্লাহ মান্নান সানী কিছুদিন ধরে তার (মকবুল হোসেন) কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে তাকে এলাকায় ডিস ও ইন্টারনেটের ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি-ধামকিও দেন। এতেও কাজ না হওয়ায় সানী, জুম্মন, সেলিমসহ অজ্ঞাত ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিসের ফাইবার ক্যাবল ও ইন্টারনেটের তার কেটে ফেলে। এ সময় মকবুলের কর্মচারী শাহীন, সোহেল, আলাউদ্দিন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের দা দিয়ে কুপিয়ে জখম করে। তার বিচ্ছিন্ন করায় ভোলাব, দাউদপুর, রূপগঞ্জ ও কাঞ্চন পৌরসভার লক্ষাধিক মানুষ রাত থেকে ডিস সুবিধা থেকে বঞ্চিত। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর