বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক দশকে গাজীপুরে দ্বিগুণের বেশি কর্মসংস্থান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গত এক দশকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে দ্বিগুণেরও বেশি মানুষের। জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে অর্থনৈতিক শুমারি-২০১৩ এর গাজীপুর জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনারে কর্মকর্তারা গতকাল এ তথ্য প্রকাশ করেন। গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর স্ট্যাটিসটিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক (যুগ্ম সচিব) ড. কাইয়ুম আরা বেগম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজাসান মান্নান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শংকর শরণ সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ। প্রতিবেদনে বলা হয়, গাজীপুর জেলায় ২০১৩ সালে মোট ১০ লাখ ৪০ হাজার ২১৮ জনবল বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। যার পরিমাণ ২০০১ ও ২০০৩ সালে ছিলো তিন লাখ ৩৩ হাজার ৬৯ জন। অর্থাৎ গত ওই এক দশকে গাজীপুরে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ২১২.৩১ শতাংশ। এছাড়া জেলার বিভিন্ন স্থায়ী প্রতিষ্ঠান, সামগ্রিক অর্থনীতিতে গ্রামীণ অর্থনীতির ভূমিকা, কর্মসংস্থানে মহিলাদের অংশগ্রহণ, যন্ত্রের ব্যবহার বৃদ্ধিসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

সর্বশেষ খবর