বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চরফ্যাশনে নিষিদ্ধ জালে রেণু নিধন

চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশনে নিষিদ্ধ জালে রেণু নিধন

নদীতে বেড় দিয়ে মাছ শিকার —বাংলাদেশ প্রতিদিন

ভোলার চরফ্যাশনে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একশ্রেণির মত্স্য ব্যবসায়ী ও জেলে নিষিদ্ধ বেড় জাল, বেহুন্দি জাল ও মশারি নদীতে ফেলে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির রেণু নিধন করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় ধ্বংস হচ্ছে মত্স্য সম্পদ।

জানা যায়, মেঘনা ও তেতুলিয়া নদীর ঢালচর, চরপাতিলা ও হানিফ বেপারীর ঘাটে প্রতিদিন তিন শতাধিক ঠেলা জাল, খুটা জাল, পোয়া, বেড় জাল, বেহুন্দি, মশারী ও কারেন্ট জাল ফেলা হয়। এছাড়া ঢালচর সাগর মোহনায় শতাধিক ডুবোচর ঘিরে শত শত মশারি ও বেহুন্দি জাল দিয়ে শিকার করা হয় রেণু। মারা পড়ছে ইলিশ, পোয়া, পাঙ্গাস, বাইলা, তপসে ও আইড়সহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ। সরকার চার দশমিক পাঁচ সেন্টি মিটারের কম ফাঁড়ের সব জাল নিষিদ্ধ করলেও এসব জালের ফাঁড় রয়েছে মাত্র দেড় থেকে আড়াই সেন্টিমিটার।

সর্বশেষ খবর