বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেবাচিমের দুই গেটে ছাত্রলীগের তালা, রোগীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) রোগীদের জিম্মি করে দুটি গেটে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ নামধারী ইন্টার্ন চিকিৎসকরা। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় বিরোধের জেরে দলীয় প্রতিপক্ষের হামলায় দুই ছাত্র আহত হওয়ায় জরুরি বিভাগের এবং মাঝ গেটের কলাপসিবল গেট আটকে বিক্ষোভ করে তারা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দেড় ঘণ্টা দুটি গেট বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হন। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ৯টায় পরিস্থিতি শান্ত হয় এবং দুটি গেট খুলে দেয়।

মেডিকেল শিক্ষার্থীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের ১ নম্বর ছাত্রাবাসের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে প্রস্তুতি সভায় প্রথম বর্ষের রায়হান, ফুয়াদ ও বাঁধনের সঙ্গে সিনিয়রদের বিবাদ হয়। একপর্যায়ে তারা বহিরাগতদের নিয়ে চতুর্থ বর্ষের মাকসুদুর রহমান রনি ও মতিউর রহমান সবুজকে মারধর করে। পরে ছাত্রলীগের একাংশের নেতৃত্বে অন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন এবং দুটি গেটে তালা ঝুলিয়ে দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী কমিশনার (কোতয়ালি) আসাদুজ্জামান জানান, ঘটনা মেডিকেল কলেজ ক্যাম্পাসের। প্রয়োজন হলে তারা ক্যাম্পাসে আন্দোলন করতে পারে। তাই বলে রোগীদের জিম্মি করে হাসপাতালের গেটে তালা ঝুলানোর অধিকার তাদের নেই।

সর্বশেষ খবর