বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৫০০ শ্রমিকের কর্মভাগ্য রক্ষার দাবি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের চন্দ্রায় একটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান টাওয়েল টেক্স লিমিটেডের জমি ও কারখানা অধিগ্রহণ না করে বিনা নোটিসে ভাঙচুরের প্রতিবাদ ও কারখানা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কারখানা চত্বরে এই সংবাদ সম্মেলনে ১৫০০ শ্রমিকের কর্মভাগ্য রক্ষার দাবি জানান কারখানার মালিক শাহাদাত হোসেন সোহেল। সংবাদ সম্মেলনে টাওয়েল টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহেল লিখিত বক্তব্যে জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ ায় জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ফ্লাইওভার সংলগ্ন টাওয়েল টেক্স লিমিটেড নামে একটি শতভাগ রপ্তানিমুখী টাওয়েল কারখানা রয়েছে। ইতিমধ্যে সড়ক ও জনপথ থেকে ওই কারখানার একটি চারতলা ভবন, গোডাউন, ডক্টরস রুম, মেকানিক্যাল রুম, ওয়ার্কশপ, ক্যান্টিনসহ ২৮ শতাংশ জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়েছে। শুধুমাত্র অবকাঠামোগত ন্যূনতম রেটে (প্রতি বর্গফুট ৮০০ টাকা) ক্ষতিপূরণ দেওয়া হয়। তিন শতাধিক গাছ ও জমির ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এমনকি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা শোধ করতে এখনো গড়িমসি করছে সড়ক বিভাগ। তার ওপর বর্তমানে পুরো কারখানাই সড়ক ও জনপথ তাদের জমি দাবি করে অধিগ্রহণ করতে চাচ্ছে। বিনা নোটিসে মঙ্গলবার কারখানার মূল ফটক ও বাউন্ডারিতে ভাঙচুর চালিয়েছে সড়ক বিভাগ। এ ব্যাপারে কারখানার কর্মকর্তা মো. আনোয়ার হোসেন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এমতাবস্থায় ১৫০০ শ্রমিকের কর্মভাগ্য রক্ষা, ৪ মিলিয়ন ডলার বার্ষিক রপ্তানি সক্ষম একটি শতভাগ রপ্তানিমুখী শিল্প বাঁচাতে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন কারখানা মালিক। সংবাদ সম্মেলনে গাজীপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সর্বশেষ খবর