শিরোনাম
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের নামে চাঁদাবাজি

নেত্রকোনা প্রতিনধি

নেত্রকোনার পূর্বধলার জগত্মণি পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজ ও আগামীকাল দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নানের উপস্থিত থাকার কথা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় এমপি ওয়ারেসাত হোসেন বেলালকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখরকে সদস্যসচিব করে জগত্মণি পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতির কমিটি করা হয়। নিবন্ধনের জন্য বর্তমান শিক্ষার্থীদের ২০০ ও প্রাক্তনদের জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ক্ষমতাসীন দলের নেত-কর্মী নিয়ে তৈরি করা হয় চাঁদা আদায়ের তালিকা। এতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান, সার ডিলার, চালকল, চালের ডিলার, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, পল্লী বিদ্যুতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর নাম তালিকাভুক্ত করা হয়। নির্ধারিত অঙ্কের চাঁদা দিতে কেউ অপারগতা প্রকাশ করলেও শেষপর্যন্ত নিরুপায় হয়ে টাকা প্ররিশোধ করতে হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী, ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাধ্যে বিরাজ করছে অসন্তোষ। দলীয় অনেক নেতা-কর্মীও করছেন কানাঘুষা।

পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু চাঁদাবাজির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমি এর নিন্দা জানাই’।

সর্বশেষ খবর