শিরোনাম
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডাক্তার লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতি, রোগী দুর্ভোগ

নেত্রকোনা সদর হাসপাতাল

নেত্রকোনা প্রতিনিধি

ডাক্তার লাঞ্ছনার প্রতিবাদ এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ দাবিতে গতকাল সকাল থেকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। তবে জরুরি বিভাগ চালু রয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক আবু সাদাত রিজন বলেন, ‘আমি গত বুধবার জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে রাত ১০টার দিকে এক রোগীর চিকিৎসা করছিলাম। এ সময় জনৈক ব্যক্তি এসে বলে রাখী নামে এক রোগী দেখতে হবে। আমি আগের রোগী দেখে আসছি বলে জানাই। পূর্ববর্তী রোগীর কাগজে সই করে কয়েক মিনিটের মধ্যে জরুরি বিভাগে প্রবেশ করতেই ওই ব্যক্তি আমাকে শার্টের কলার ধরে চড় থাপ্পড় ও লাথি মারে। বিষয়টি তাত্ক্ষণিক আরএমওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিচার দাবি করেছি।’ সরজমিনে দেখা যায়, বহির্বিভাগ বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চলে যাচ্ছেন। এ সময় তারা চিকিৎসাসেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোস্তাফিজুর রহমান জানান, ‘আমি সিসি টিভিতে ঘটনাটি দেখেছি। এখানে ডাক্তারের কোনো গাফিলতি নেই। পেশাগত দায়িত্ব পালনকালে মারধর কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা বিএমএ ও স্বাচিবের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এ ঘটনার প্রতিবাদে বহির্বিভাগে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি। ডাক্তারদের নিরাপত্তা ছাড়া এভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়।’ নেত্রকোনার সিভিল সার্জন ডা. এমএ গনি বলেন, ‘আমি অফিসিয়াল কাজে ঢাকায় এসেছি। বিষয়টা শুনেছি। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। কর্মস্থলে ফিরে ডাক্তারদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, ডাক্তাররা যেভাবে আইনানুগ সহযোগিতা চান সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর