শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডাকাতের চেতনানাশকে প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডাকাতের চেতনানাশক ওষুধের কারণে স্বপ্না বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দাউদকান্দি উপজেলার তিনচিটা গ্রামের খলিল মাস্টারের বাড়িতে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নেয়। নিহত স্বপ্না ওই গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার গভীর রাতে ৫/৬ জনের ডাকাতদল খলিল মাস্টারের ছেলে কিবরিয়ার ঘরে ঢুকে তাকে (কিবরিয়া) ও তার স্ত্রী স্বপ্নাকে চেতনানাশক ওষুধের মাধ্যমে অজ্ঞান করে মালামাল লুটে নেয়। ডাকাতরা যাওয়ার পর বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় তাদের গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। গোলাম কিবরিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পত্নীতলায় মরদেহ উদ্ধার : নওগাঁ প্রতিনিধি জানান, পত্নীতলায় উপজেলার সিধুয়া গ্রামের একটি আমবাগান থেকে গতকাল মনিরা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিরা ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী বলে জানা গেছে। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক।

সর্বশেষ খবর