শিরোনাম
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিলেট ও কুমিল্লায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও কুমিল্লা প্রতিনিধি

সিলেট ও কুমিল্লায় গতকাল থেকে শুরু হয়েছে জেলা ইজতেমা। ৩২ বছর পর সিলেটে পুনরায় আয়োজন করা হয়েছে ইজতেমার। তিন দিনব্যাপী ইজতেমা আগামীকাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে খিদিরপুর ময়দানে আয়োজিত এ ইজতেমায় প্রথম দিনই হাজির হয়েছেন লাখো মুসল্লি। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশি মেহমানরাও অংশ নিয়েছেন ইজতেমায়।

এদিকে কুমিল্লা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে তৈরি করা হয়েছে বড় প্যান্ডেল। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ইজতেমার  কন্ট্রোল রুম সূত্র জানায়, কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতাদের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয় প্যান্ডেল। এর ভিতর আলাদাভাবে উপজেলাভিত্তিক মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। মাইক স্থাপন করা হয়েছে ১২ শতাধিক।

সর্বশেষ খবর