শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাল কাগজে চালান রাজস্ব ফাঁকি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল কাস্টমস হাউসে জাল কাগজপত্রের মাধ্যমে খালাসকৃত ১২টি চালানের বিপরীতে ৫০ লাখ টাকা রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়েছে। জালিয়াতির মাধ্যমে মোটা অংকের এ রাজস্ব ফাঁকির ঘটনায় কাস্টমস হাউসে শুরু হয়েছে তোলপাড়। কাস্টমস সূত্র  জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘বিলড ট্রেড’ ভারত থেকে দুই মাস আগে পর্যায়ক্রমে ১২টি চালানের মাধ্যমে পিগমেন্ট কালার আমদানি করে। আমদানিকারক যথারীতি পণ্য খালাসের জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ‘যুথী এন্টারপ্রাইজকে সরবরাবহ করেন। যুথী এন্টারপ্রাইজ পণ্য চালানের ইনভয়েজ ও ব্যাংক ক্লিয়ারেন্স জাল করে ১২টি চালানের বিপরীতে ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করে নিয়ে যায়। কাস্টমস হাউসে সদ্য যোগদানকারী যুগ্ম কমিশনার-২ এহসানুল হক গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত করে রাজস্ব ফাঁকির এই তথ্য উদঘাটন করেন।

সর্বশেষ খবর