শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাগলা কুকুরের কামড়ে ৫ গ্রামের ৩০ জন আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেদ্বাির ও ব্রাহ্মণপাড়া উপজেলার পাঁচটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আক্রান্ত হয়েছেন। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আতংকে লোকজন লাঠি হাতে পাহারা দিচ্ছেন। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মুগাসাইর গ্রামের জামাল হোসেন জানান, সন্ধ্যার দিকে ফতেহাবাদ গ্রামে একটি কালো রঙের পাগলা কুকুর এসে তাড়া করে ফতেহাবাদ গ্রামের রশিদ ডাক্তার, মুজিব মিয়াসহ ১০/১২ জনকে কামড়ে দেয়। এরপরে সুবিল গ্রামে চারজন, মুগাইসর গ্রামে ১০ জন এবং পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের পাঁচজনকে কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাদেক মিয়া বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছে। এখানে কুকুরের ভ্যাকসিন নেই। তারা কুমিল্লা সদরে চিকিৎসার জন্য গিয়েছেন।

সর্বশেষ খবর