শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্ভোগ কাটছে না ফেরিঘাটে

রাজবাড়ী প্রতিনিধি

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল ভোর রাত থেকে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। যে কারণে ঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দুই পারে আটকা পড়ে ছয় শতাধিক যানবাহন। দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই ছয়টি ফেরি। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে শত শত যানবাহন। কর্তৃপক্ষ বলছে, অনবরত ফেরি সার্ভিসের মাধ্যমে আটকে পড়া যানবাহনগুলো পার করা হবে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৪টি ফেরি চলাচল করছে।

সর্বশেষ খবর