রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভোটের জন্য দেওয়া টাকা আদায় পরাজিতদের

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

সুনামগঞ্জ প্রতিনিধি

ভোটের জন্য দেওয়া টাকা আদায় পরাজিতদের

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে অনেক ওয়ার্ডে একজোট হয়ে ভোটের জন্য দেওয়া টাকা আদায় করছেন নির্বাচনের ভোটার জনপ্রনিধিদের কাছ থেকে। তারা সেসব জনপ্রতিনিধির তালিকা করেছেন, যারা একাধিক প্রার্থীর কাছ থেকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মর্কতা সাদেকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এসব বিষয়ে আমাদের কিছু করারও নেই।’ বিশ্বস্ত সূত্র জানায়, পরাজিতরা ঐক্যবদ্ধ হয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া ভোটারদের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আমরা সবাই আপনাকে ভোটের জন্য টাকা দিয়েছি। আপনি কাকে ভোট দিয়েছেন। যাকে ভোট দিয়েছেন, তার টাকা রেখে বাকিদের টাকা ফেরৎ দিন। সূত্র জানায়, এমন একাধিক ঘটনা ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে। জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত তিন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে একাধিক ইউপি সদস্যের কাছ থেকে ভোটের জন্য দেওয়া টাকা আদায় করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা নিয়েছেন এমন অনেক জনপ্রতিনিধি মুঠোফোন বন্ধ রেখে গাঢাকা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে, টাকা আদায় করতে ১০ নম্বর ওয়ার্ডে উেকাচ নেওয়া জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তারপাড়া বাজারে শালিস বৈঠক করেছেন পরাজিত সদস্য প্রার্থীরা। ওই বৈঠকে তিনজন পরাজিত প্রার্থী উপস্থিত হয়ে টাকা ফেরত চেয়েছেন। এলাকাবাসী বিচার-শালিস করে দেওয়ার জন্য এক সপ্তাহ সময় নেন।

সর্বশেষ খবর