রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রাকের দখলে সড়ক হুমকিতে জনস্বাস্থ্য

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের কালামপুর থেকে ভালুম, বাসনা, সুতিপাড়া থেকে সুয়াপুর, শ্রীরামপুর, জালসা, কাওয়ালীপাড়া, বালিয়া, বাস্তা, সোমভাগ, ফুকুটিয়া, ডাউটিয়াসহ বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে প্রায় দেড়শতাধিক পাকা সড়কে কয়েক হাজার ট্রাক চলাচল করছে। এসব গ্রামে গড়ে উঠেছে প্রায় দুই শতাধিক ইটভাটা। ভাটার মাটি, ইট, কয়লাসহ বিভিন্ন সরঞ্জাম আনা-নেওয়ার জন্য অতিরিক্ত ট্রাক চলাচলের কারণে সড়কে ব্যাপক ধুলাবালির সৃষ্টি হয়। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ঘটছে দুর্ঘটনা। ট্রাকের ধুলাবালিতে বাড়ছে রোগ-বালাই। ধামরাই উপজেলা এলজিইডি কর্মকর্তারা জানান, ধামরাইয়ে প্রতি বছরই সড়ক পাকাকরণ ও সংস্কার কাজ করা হয়। কিন্তু ব্যাপক ট্রাক চলাচলের কারণে সড়কগুলো টিকসই হয় না।

সর্বশেষ খবর