রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চাঁদাবাজি মামলার বাদীকে হুমকি, সাক্ষীকে হয়রানি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে চাঁদাবাজি মামলার বাদীকে অভিযোগ তুলে নিতে হত্যার হুমকি এবং সাক্ষীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। বাদী আব্দুল মান্নান জানান, আমলাবো এলাকায় তার বাবার ৭৪ শতাংশ জমি তিনি ভোগদখল করে আসছেন। গত ১৪ নভেম্বর ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় ছায়েদ আলী ও তার বাহিনীর সদস্যরা বাধা দেয়। তারা ভুয়া দলিল দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ছায়েদ বাহিনীর শওকত, ইয়াকুব, মিজান, আরিফুল, বিমলসহ কয়েকজন মান্নানকে পিটেয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মান্নান ছায়েদ, মিজানসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় জামিনে বের হয়ে ছায়েদ, মিজানসহ আসামি পক্ষের লোকজন অভিযোগ তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। মহড়া দেয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এ ঘটনায় মান্নান জিডি করেছেন। চাঁদাবাজি মামলার আসামি বিমল বৈরাগী সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আদালতে মামলা করেছেন বলে জানান মান্নান। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ছায়েদ আলীর বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ পেয়েছি। বিমলের করা মামলার তদন্ত চলছে।

সর্বশেষ খবর