সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে নতুন বইয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রতিদিন ডেস্ক

সারা দেশে নতুন বইয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস

নতুন বই পেয়ে ছুটছে কোমলমতি শিক্ষার্থীরা। ছবিটি দিনাজপুর কালেক্টরেট স্কুল থেকে গতকাল তোলা

ইংরেজি বছরের শুরুর দিন গতকাল সারা দেশে উদযাপিত হয়েছে বই উৎসব। এ দিন সরকারি-বেসরকারি স্কুল মাদ্রাসায় প্রথম থেকে নবম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যের সরকারি নতুন বই। কোমলমতি ছাত্র-ছাত্রীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে উল্লাসে মাতোয়ারা হয়। তাদের চোখে-মুখে ভেসে উঠে আনন্দের ঝিলিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : নগরী এবং জেলার বিভিন্ন স্থানে বই উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ডিসি সামসুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ দিন নগরী ও ১৪ উপজেলার ১০ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। রাজশাহী : নগরীর কলেজিয়েট স্কুলে বই উৎসব উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় অধ্যাপক আবুল কালাম আজাদ, আবদুল মান্নান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বরিশাল : বরিশাল বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের সূচনা করেন স্থানীয় এমপি অ্যাড. তালুকদার মো. ইউনুস। বরিশাল বিভাগের ছয় জেলার শিক্ষার্থীদের মাঝে এক কোটি ৫৭ লাখ ৬৬ হাজার নতুন বই বিতরণের কথা। সিলেট : নগরীর অগ্রগামী বালিকা বিদ্যালয় ও কলেজে বই উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বই উৎসবে অতিথি ছিলেন কামাল আহসান, জাহাঙ্গির কবির আহমদ, আজিজ আহমদ সেলিম প্রমুখ। এছাড়া নগরীর ব্লুু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করে ডিসি জয়নাল আবেদীন। ময়মনসিংহ : জেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় ৮৫ লাখ বইয়ের দ্বিতীয় পাতায় মারা হয়েছে সচেতনতামূলক সিল। এর মধ্যে রয়েছে বাল্যবিয়েকে না বলুন, মাদক থেকে দূরে থাকুন। গতকাল নগরীর বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। পরে খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ নুরুল ইসলাম। বগুড়া : সকালে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এ সময় আসাদুজ্জামান, গোপাল চন্দ , রাবেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি রেজওয়ানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান, নায়ার কবীর। কুমিল্লা : জিলা স্কুলমাঠে অনুষ্ঠানে নতুন বই তুলে দেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় আবদুল মজিদ, হাসিনা মোরশেদ, রাশেদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে এমপি বাহারের সহধর্মিণী মেহেরুন্নেছা বাহার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম নগরীর গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন। গোপালগঞ্জ : বেলা ১২টায় জেলা শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন ডিসি মো. মোখলেসুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন—নাহিদ পারভীন, সুকুমার মিত্র প্রমুখ। নোয়াখালী : দুপুরে নোয়খালী জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন ডিসি বদরে মুনির ফেরদৌস। এদিকে, সকালে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসবে জেলা শহর মাইজদীতে নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজিজুল হক, নুরুল ইসলাম। লালমনিরহাট : লালমনিরহাটের সাবেক ছিটমহলের প্রাথমিক স্কুলগুলোতে একযোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। সকালে সাবেক উত্তর গোতামারী ছিটে মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু। বিলুপ্ত ছিটের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বারের মতো নতুন বই হাতে পেল। এছাড়া জেলা শহরের সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ে বই বিতরণের উৎসবের সূচনা করেন ডিসি আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান। মাদারীপুর : সকালে জেলা সদরের পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিসি কামাল উদ্দিন বই উৎসব উদ্বোধন করেন। একই সময়ে স্ব স্ব উপজেলাতেও বই উৎসব শুরু করেন ইউএনও, উপজেলা চেয়ারম্যানসহ কর্মকর্তারা। মাগুরা : শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাসির বাবলু। বক্তারা বলেন, কয়েক বছর ধরে বছরের প্রথম দিন বই বিতরণ করে আসছে যা এ সরকারের অন্যতম সাফল্য। দিনাজপুর : জিলা স্কুলে ডিসি মীর খায়রুল ইসলাম, দিনাজপুর একাডেমী হাই স্কুলে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান আহমদ হোসেন ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ  শেখর ভট্টচার্য। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ মডেল হাইস্কুল প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় এমপি মোহা. গোলাম রাব্বানী। এ উপলক্ষে কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, কারিবুল হক রাজিন, অ্যাড. আতাউর রহমান প্রমুখ। সিরাজগঞ্জ : শহরের এস.বি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ, সালেহা ইসহাক সরকারি উচ্চ বিদ্যালয় এবং গয়লা প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না। এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিয়াজ উদ্দিন, অ্যাড. কায়সার আহমেদ লিটন। মেহেরপুর : আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। শুভাষ চন্দ  গোলদারের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন ডিসি পরিমল সিংহ। নীলফামারী : শহরের শাহীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন ডিসি মো. জাকীর হোসেন। অনুষ্ঠানে আবুজার রহমান, দিলীপ কুমার বণিক, আরিফা সুলতানা লাভলী বক্তৃতা করেন। ফরিদপুর : জেলার অম্বিকাপুরের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন ডিসি উম্মে সালমা তানজিয়া। উপস্থিত ছিলেন খন্দকার নাজমুল হাসান লেভি, বক্তার হোসেন খান, শায়লা হাসান প্রমুখ। পাবনা : টাউন গার্লস হাই স্কুলে বই উৎসব উদ্বোধন করেন ডিসি রেখা রাণী বালো। বক্তারা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ায় সরকারকে অভিনন্দন জানান। নেত্রকোনা : পৌর শহরের সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি ড. মো. মুশফিকুর রহমান। জয়দেব চৌধুরী, মো. ওয়ালিউল্লাহ, এসএম কামরুল হাসান শাহীন উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর : শহরের দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় এমপি একেএম শাহজাহান কামাল। পরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে জেলা প্রশাসক জিল্লুর রহমান এবং কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে পৌর মেয়র আবু তাহের ছাত্রছাত্রীর মধ্যে নতুন বই তুলে দেন। গাজীপুর : জেলা প্রশাসক এসএম আলম শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় রেবেকা সুলতানা, ইফতেখার আহমেদ, মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও : শহরের বাদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন শাহীন আকতার, লিয়াকত আলী, নলিনী মোহন্ত প্রমুখ। ঝিনাইদহ : শহরের পুরাতন ডিসিকোর্ট মুক্তমঞ্চে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উপস্থিত ছিলেন আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, খোদেজা খাতুন, মোকছুেদুল ইসলাম।

নাটোর কিশোরগঞ্জে বই পায়নি ৫ হাজার শিক্ষার্থী : বই উৎসবের দিন গতকাল নাটোর এবং কিশোরগঞ্জের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বই পায়নি বলে জানা গেছে। নাটোরের বাগাতিপাড়ায় উৎসবের সময় বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেণির দুই হাজার ৭০০ ছাত্রছাত্রী বই না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম বলেন, সরবরাহকারীরা সময়মতো বই পৌঁছাতে না পারায় চাহিদা অনুযায়ী তৃতীয় শ্রেণির দুই হাজার ৭০০ শিক্ষার্থীর সব বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা বই দেওয়া যায়নি। বিষয়টি অধিদপ্তরকে জানানো হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রায় দুই হাজার শিক্ষার্থী বই পায়নি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বছরের শুরুতে অন লাইনে বরাদ্দ চেয়ে আবেদন করেছিল তারাই বরাদ্দ পেয়েছে। যারা আবেদন করেনি তাদের ঢাকা বাংলা বাজার থেকে বই কিনে আনতে হবে।

সর্বশেষ খবর