সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিদিন ডেস্ক

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। দিনটি পালন উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীরা জেলায় জেলায় আয়োজন করে নানা কর্মসূচির। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : বিএনপির চট্টগ্রাম কার্যালয় নাসিমন ভবনে কেক কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচি পালন করা হয়। জাহিদুল আবছার জুয়েলের সভাপতিত্বে ও মনিরুল আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, উমর ফারুক ডিউক, তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ। বগুড়া : ফানুস উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জয়নাল আবেদীন চাঁন ও শহীদ-উন-নবী সালাম। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাড. এ কে এম মাহবুবর রহমান। সভাপতিত্ব করেন হারুনুর রশিদ সুজন।

ব্রাহ্মণবাড়িয়া : শহরের পুনিয়াটস্থ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কেক কাটা হয়। প্রধান অতিথি ছিলেন হাফিজুর রহমান মোল্লা কচি। শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, অ্যাড. আনিছুর রহমান মঞ্জু। কুড়িগ্রাম : জেলা ছাত্রদলের কার্যালয়ে দিবসের সূচনা করেন সোহেল হোসনাইন কায়কোবাদ। পরে মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন— সোহেল হোসনাইন কায়কোবাদ, ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা প্রমুখ। পঞ্চগড় : শহরের রাজনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুজ্জামান বাবু। অংশ নেন হারুন-অর-রশিদ, আবদুল কাদের মাসুম, আনোয়ার হোসেন তাপস প্রমুখ। ময়মনসিংহ : নগরীর দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা করা হয়। পরে সুজাউদ্দৌল্লাহ সুজার নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন এ কে এম মোশাররফ হোসেন, আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শফিকুল ইসলাম। সিরাজগঞ্জ : দলীয় কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বেগম রুমানা মাহমুদ। সভাপতিত্ব করেন এস এম আনোয়ার হোসেন রাজেশ।

জামালপুর : সকালে পিটিআই এলাকায় সমাবেশ শেষে শহরে র‌্যালি বের হয়। পরে বকুলতলায় সমাবেশে অ্যাড. ওয়ারেছ আলী মামুন, সজিব খান, গাউছুল আলম শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

লক্ষ্মীপুর : আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে শহরের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতা-কর্মীরা। হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাহবুব আলম মামুন, ফয়েজ আহমদ, হাবিবুর রহমান। লালমনিরহাট : কেক কাটে কর্মসূচি উদ্বোধন করেন মহিউদ্দিন লিমন। জেলা বিএনপির কার্যালয় থেকে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বের হয় র‌্যালি। নাটোর : শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রহিম নেওয়াজ, এমদাদুল হক আল মামুন। বাগেরহাট : শহরে বিএনপি কার্যালয়ে আলোচনাসভায় সুজাউদ্দীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আলী রেজা বাবু। উপস্থিত ছিলেন মোজাফ্ফর রহমান আলম, মেহবুবুল হক কিশোর।

সুনামগঞ্জ : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে পৃথক তিনটি কর্মসূচি পালন করেছে সংগঠনের তিনটি গ্রুপ। শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে শহরে র‌্যালি বের হয়। এতে অ্যাড. ফজলুল হক আছপিয়া অংশ নেন।  শেরপুর : জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসায় আলোচনা ও কেক কেটেছে শেরপুর ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, শহর বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান, বিএনপি নেতা আওয়াল চৌধুরী আব্দুল লতিফ, এমদাদ মাস্টার প্রমুখ।

সর্বশেষ খবর