মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় রবিবার সন্ধ্যায় এক চিকিৎসককে মারধর করেছে স্বজনরা। এ ঘটনায় ওই রাতেই সভা করে ডাক্তাররা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়ায় বেলা ১২টার দিকে কাজ শুরু করেন তারা। স্বজনরা জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ছোলনা মহল্লার বৃদ্ধা আছিয়া বেগমকে আনা হয় জরুরি বিভাগে। তিনি ওই মহল্লার মোসলেম মোল্যার স্ত্রী। দায়িত্বরত চিকিৎসক দিবাশীষ সাহা ওই সময় কর্মস্থলে ছিলেন না। তাকে খবর দেওয়া হলে আসেন দেরি করে। এরই মধ্যে আছিয়ার মৃত্যু হয়। দিবাশীষ সাহা জানান, ওই রোগীকে হাসপাতালে যখন আনা হয় তখন আমি দ্বিতীয় তলায় রোগী ভর্তি দেখভালে ব্যস্ত ছিলাম। তাই জরুরি বিভাগে আসতে কয়েক মিনিট দেরি হয়। আমি আসার আগেই দায়িত্বরত সেবিকা রোগীর নারী পরীক্ষা করে জানান তিনি মারা গেছেন। চকরিয়ায় ডাক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা : কক্সবাজারের চকরিয়ায় ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে বেসরকারি ‘জমজম হাসপাতালের’ দুই ডাক্তার ও চেয়ারম্যানসহ তিন পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী।

 উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার মামলাটি করেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামের ফজল করিমের ছেলে কৃষক ওবাইদুল হাকিম। আসামিরা হলেন— হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শওকত ওসমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, পরিচালক (প্রশাসন) রিয়াজ মোহাম্মদ রফিক ছিদ্দিকী, আরএমও ডাক্তার ফয়েজুর রহমান ও গাইনী সার্জন ডাক্তার নাসিমা আক্তার।

সর্বশেষ খবর