মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সরাইলে বাস ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লোকাল বাস ভাড়াকে কেন্দ্র করে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পারস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ইন্ধনদাতা হিসেবে সদর উপজেলার বুধল ইউপি চেয়ারম্যান আবদুল হককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বাস ভাড়া বেশি নেওয়াকে কেন্দ্র করে সরাইলের কুট্টাপাড়া গ্রাম ও খাঁটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

এর জের ওই দিন দুপুরে খাঁটিহাতা ও কুট্টাপাড়ার লোকজনে মধ্যে সংঘর্ষ বাধে। একই ঘটনায় গতকাল দুপুরে আবারও উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মসজিদের মাইকে ঘোষণা দিলে খাঁটিহাতা গ্রামের সঙ্গে আরও চার-পাঁচটি গ্রামের মানুষ যোগ দিলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। বন্ধ হয়ে যায় মহাসড়কের ব্যবসা প্রতিষ্ঠান। আতংকে মানুষ দিগ্বিদিক পালাতে থাকে। মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে হাইওয়ে, সদর সরাইল, আশুগঞ্জ থানা পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে পুলিশ ২১৪ রাউন্ড রাবার বুলেট ও ৭ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আহতদের সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর