বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পঞ্চগড়ে ‘আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করেননি এমপি’

জেলা পরিষদ নির্বাচন

পঞ্চগড় প্রতিনিধি

সদ্য শেষ হওয়া পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আবু বকর ছিদ্দিক স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচনে তার পক্ষে কাজ না করা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন আবু বকর। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীকে সহযোগিতা না করে উল্টো তাকে পরাজিত করতে কাজ করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম সুজন। দলীয় শৃংঙ্খলা ভঙের কারণে এমপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী চেয়ারম্যান পদে সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিককে মনোনয়ন দেন। কিন্তু এমপি নূরুল ইসলাম সুজন একই পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মির্জা সারওয়ার হোসেনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে তাকে বিজয়ী করতে বিভিন্ন কৌশল গ্রহণ করেন। এমনকি নিজের প্রার্থীকে জেতানোর জন্য মাঠে থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

সর্বশেষ খবর