বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বরিশালে ‘ভোটের টাকা’ ফেরত চান প্রার্থীর পিতা

জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হাবিবুর রহমানের পিতা চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আজিজ হাওলাদার চরমপত্র দিয়ে বলেছেন—ছেলে হেরে গেছে এখন ‘ভোটের টাকা’ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত চাই। তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে রবিবার।  চন্দ্রমোহন ইউনিয়নের একাধিক সদস্য জানান, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউপি চেয়ারম্যান আজিজের ছেলে খোকন ৫ ভোটের ব্যবধানে হেরে যান। তার পক্ষে নির্বাচনে খেটেছিলেন ১২ জন ইউপি সদস্য। কিন্তু ফল ঘোষণার পর চেয়ারম্যান আজিজ ক্রুুদ্ধ হয়ে পড়েন। তিনি ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ‘ভোটের খরচার টাকা’ ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে ইউপি সদস্য জাকির হোসেনকে ইউপি অফিসে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন। অন্যান্য ইউপি সদস্যকেও তিনি গালাগাল করেন। চেয়ারম্যান আজিজ ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল বেপারীর কাছ থেকে জোর করে ১৪ হাজার টাকা আদায় করেন বলে জানা যায়। তিনি ঘোষণা করেন— নির্বাচনী খরচা হিসেবে যত টাকা তিনি দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে সেসব টাকা ফেরত দিতে হবে। নইলে কোনো মেম্বারকে কাজ দেওয়া হবে না। ইউপি অফিসেও ঢুকতে দেওয়া হবে না। তবে চেয়ারম্যান আজিজ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর