বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে পেটালেন ইউপি সদস্য

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ে। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য তার মোবাইল ফোন বন্ধ করে গাঢাকা দিয়েছেন। জানা যায়, গতকাল সকালে সানরাইজ উচ্চ বিদ্যালয়ের শ্রণিকক্ষে ঢুকে পাঠদানরত অবস্থায় সহকারী শিক্ষক হাফিজ উদ্দীনকে পিটিয়ে আহত করেন ইউসি সদস্য হারুন অর রশীদ। প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। হারুন অর রশীদ স্থানীয় ডাকাতিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য। আহত শিক্ষক হাফিজ উদ্দীন জানান, কিছু বুঝে উঠার আগেই তিনি হামলার শিকার হন। প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, হারুন মেম্বার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তি, পরীক্ষা ফি’র টাকা থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় শিক্ষককে মারধর করেছেন। এর আগেও তিনি প্রধান শিক্ষককে দা নিয়ে তাড়া করেছিলেন। অভিভাবক সদস্য মেহের উল্লাহ ফকির বাবুল, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও শিক্ষাব্যবস্থার জন্য হুমকি। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘আমি এলাকায় নেই, তবে ঘটনাটি শুনেছি। অপরাধী যেই হোক তার বিচার হবেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান বলেন, অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি।’

সর্বশেষ খবর