বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ৩০

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু এলাকা থেকে বালু উত্তোলন করা নিয়ে তিনদিন ধরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় গ্রুপের ৩০ জন। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। জানা যায়, মেঘনা সেতুর দুই পাশের তিন কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পর ২০১৩ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পরিপত্র জারি করে। এ নির্দেশের পর সেতু এলাকায় সব ধরনের বালুমহালের ইজারা বন্ধ রয়েছে। কিন্ত দুই মাস ধরে একটি প্রভাবশালী মহল বালু তোলা অব্যাহত রেখেছে। এলাকাবাসী জানান, নদী-তীরবর্তী চালিভাঙা ও নলচরের মানুষ বালু উত্তোলনকারীদের বাধা দিলে তিনদিন ধরে দফায় দফায় দুই পক্ষে সংঘর্ষ হয়। চালিভাঙা গ্রামের আলাউদ্দিন বলেন, সন্ত্রাসীরা গ্রামবাসীকে ভয় দেখিয়ে বালু তুলছে। এক সপ্তাহ ধরে বালু লুটপাট হলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

সর্বশেষ খবর