বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফেনীতে সংসদ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

ফেনী প্রতিনিধি

সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে আমিরাবাধ ইউনিয়নের এলাকাবাসী। গতকাল শহরের  দোয়েল চত্বরে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ প্রায় ১ বছর ধরে  মুহুরী প্রজেক্ট এলাকায় আটটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। ফলে শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, মাছের ঘের। হুমকিতে মুহুরী প্রজেক্ট প্রকল্পও। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলসহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

সর্বশেষ খবর