বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাগীব আলীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের ঘটনায় বিতর্কিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলার তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, রাগীব আলীসহ চার আসামির উপস্থিতিতে মামলার বাদী সদর উপজেলার সাবেক ভূমি কমিশনার এসএম আবদুল হাইসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলায় ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হবে। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগান দখল করেন রাগীব আলী। ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। আত্মসাতের প্রক্রিয়ায় আসামিরা ভূমি মন্ত্রণালয়ের স্মারক জাল করেন।

সর্বশেষ খবর