বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভূমিহীনদের জমি দখলের চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেত্রী আলেয়া বেগমের বিরুদ্ধে ৪০টি ভূমিহীন পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় এমপি সেলিম ওসমানকে জানিয়ে প্রতিকার দাবি করেন। সেলিম ওসমান ইউএনও মৌসুমী হাবীবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বলেন, ‘আমি কোনো জমি দখল করিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’ ভূমিহীনদের অভিযোগ, তারা প্রায় ৬০ বছর ধরে সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করে বসবাস করছেন। কয়েকদিন আগে বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রভাব খাটিয়ে এবং একটি দলিল দেখিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করেন। ভূমিহীনরা আরও বলেন, আলেয়ার দেখানো দলিলটি ভুয়া। ভুয়া দলিলমূলে তিনি ভূমিহীনদের বসতভিটা থেকে তাড়াতে ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে উপজেলা ভূমি আদালতে আলেয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বিচারাধীন।

সর্বশেষ খবর