বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে একজনকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পূর্ব বাজারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই স্টাফ আবদুল্লাহ আল হারুন ও মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করেছে। গতকাল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, চৌমুহনী রিয়াজ ম্যানশনে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন (রিহ্যাব) সেন্টারে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মৃত নুরুল হুদার ছেলে আবদুল হালিমকে তিন মাস আগে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে হালিম বাড়ি যেতে চাইলে রিহ্যাব সেন্টারের পরিচালক মিজানুর রহমানের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর রহমান ও তার সহযোগীরা হালিমকে পিটিয়ে আহত করেন। কিছুক্ষণ পর সেখানেই হালিম মারা যান। এ ঘটনায় পুলিশ রিহ্যাব সেন্টারের দুই স্টাফ আবদুল্লাহ আল হারুন ও মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করে। বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। এদিকে চাঁদার জন্য নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে শামীম (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের হুরিওয়ালার দোকানের সামনে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গতকাল বিকাল ৩টার দিকে ওই ইউনিয়নের ধুমচর গ্রামের নিজ বাড়িতে শামীম মারা যায়। নিহত শামীম ওই ইউনিয়নের ধুমচর গ্রামের মৃত সফি উল্যার ছেলে।

সর্বশেষ খবর