শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গণতন্ত্র রক্ষা দিবস পালন আওয়ামী লীগের

৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি

প্রতিদিন ডেস্ক

গণতন্ত্র রক্ষা দিবস পালন আওয়ামী লীগের

গণতন্ত্র রক্ষা দিবসে ময়মনসিংহ মহানগর যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা —বাংলাদেশ প্রতিদিন

বর্তমান সরকারের তিন বছর পূর্তি হয়েছে গতকাল। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। সেই থেকে প্রতি বছর এই দিনটি গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। এবারও দিবসটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করে দলটি। প্রতিনিধিদের পাঠানো খবর—

ব্রাহ্মণবাড়িয়া : সকালে আখাউড়া পৌরশহরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন, তাকজিল খলিফা কাজল, রাসেদুল কায়সার জীবন প্রমুখ।

দিনাজপুর : চিরিরবন্দর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সভাপতিত্ব করেন আয়ুবর রহমান শাহ।  নীলফামারী : সকালে দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে করে। বক্তব্য দেন হাফিজুর রশিদ মঞ্জু, আমজাদ হোসেন। অপরদিকে অ্যাড. মমতাজুল হকের নেতৃত্বে পৃথক র‌্যালি বের হয়। পরে চৌরঙ্গি মোড় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে বক্তৃতা করেন মসফিকুল ইসলাম রিন্টু, আবুজার রহমান। মেহেরপুর : মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেলের নেতৃত্বে র‌্যালি বের করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। কলেজ চত্বরে সমাবেশে বক্তৃতা করেন মাসুদ রানা, জুলফিকার আলী প্রমুখ। জামালপুর : শহরের বকুলতলা মোড়ে অ্যাড. বাকী বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে রেজাউল করিম হীরা এমপি, ফারুক আহমেদ চৌধুরী, আবু জাফর শিষা প্রমুখ বক্তব্য রাখেন।

ফরিদপুর : আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার মোহতেশাম হোসেন বাবর, লোকমান হোসেন মৃধা, সুবল চন্দ  সাহা। টাঙ্গাইল : শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করেন ফজলুর রহমান খান ফারুক। সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জ : কানসাট ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ও আনন্দ র‌্যালি করে। রালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন— মো. গোলান রাব্বানী এমপি, অ্যাড. মো. আতাউর রহমান, বেনাউল ইসলাম।

সিরাজগঞ্জ : বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও আওয়ামী লীগ খণ্ড খণ্ড মিছিলসহ জেলা কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে বিজয় দিবস মঞ্চে দিনভর চলে আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপস্থিত ছিলেন সেলিনা বেগম স্বপ্না এমপিসহ অঙ্গ সংগঠনের নেতারা।

ঝিনাইদহ : র‌্যালি শেষে শহরের এইচএসএস সড়কে সমাবেশে অ্যাড. আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার, মাসুদ আহম্মেদ সঞ্জু, অশোক ধর প্রমুখ।  ময়মনসিংহ : দুপুরে শাহিনুর রহমানের নেতৃত্বে সার্কিট হাউস মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা-পূর্ব সমাবেশে অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ইকরামূল হক টিটু, ফারুক হোসেন প্রমুখ বক্তৃতা করেন। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম পিন্টু। এর আগে শ্রমিকলীগ নেতা  লুেফ ওয়ালী রব্বানী, নাজমুল হক সরকারের নেতৃত্বে বের করা হয় বিজয় র‌্যালি। বগুড়া : শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ের সামনে শহর আওয়ামী লীগ সমাবেশ করে। রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ডাক্তার মকবুল হোসেন, মজিবর রহমান মজনু, রাগেবুল আহসান রিপু, অ্যাড মকবুল হোসেন মুকুল, আবু সুফিয়ান শফিক, শেখ শামীম, শুভাশিষ পোদ্দার লিটন।

সর্বশেষ খবর